বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমীর, আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরী বলেছেন, খাতমে নুবুওয়্যাতের আন্দোলন সবচেয়ে বড় জিহাদ। তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ১৬ টি থানা কমিটি পুর্নঃগঠন উপলক্ষ্যে গত বুধবার কুমিল্লা হোটেল মিয়ামী কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কমিটি পুনঃগঠন শেষে কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনাকালে পীর সাহেব জৌনপুরী বলেন, মানবজাতির হেদায়েতের জন্য সবার শেষে এসেছেন আখেরী নাবী ও নবীকূল স¤্রাট হযরত মুহাম্মাদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ তায়ালা আজ থেকে প্রায় দেড় হাজার বৎসর পূর্বে উনাকে সর্বশ্রেষ্ঠ নাবী ও রাসূল হিসেবে প্রেরন করে নুবুওয়্যাত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। এর পরে পৃথীবিতে কোন প্রকার নাবী কিংবা রাসূল আসেননি এবং আসবেন না। এ আকিদা বা বিশ্বাসকেই বলা হয় “আকিদায়ে খাতমে নুবুওয়্যাত”। এ আকিদায় যার বিশ্বাস থাকবে না তাদের মুসলমানিত্ব থাকবে না। কারন, ইসলামের মূল হল ইমান ও আকিদা। এ বিশ্বাসে সামান্যতম কুফর বা শিরক থাকলে কারও মুসলমান হওয়ার পরিচয় দেওয়ার কোন সুযোগ নাই। তাই খাতমে নুবুওয়্যাতের আন্দোলন বা খাতমে নুবুওয়্যাতের জিহাদ সবচেয়ে বড় আন্দোলন। হযরত আবু বকর (রা.) হতে শুরু করে কিয়ামত পর্যন্ত খাতমে নুবুওয়্যাত আন্দোলন চলছে চলবে। সরকার অনতিবিলম্বে স্বাধীন বাংলাদেশে কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষনা করবেন, এটাই ওয়ামায়ে কেরামের দাবী। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, আল্লামা মুফতি সাইয়্যোদ মুহাম্মাদ এহসান উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী। এছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত তাহরিকের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।