বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ সেনাবাহিনীর আরচ্যারি প্রতিযোগিতা ২০১৮ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল রানারআপ হয়। গতকাল যশোর সেনানিবাসস্থ ওসমানী স্টেডিয়ামে খেলার সমাপনী শেষে এক অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে এ পুরস্কার দেওয়া হয়। ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গতকাল সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল রানারআপ হয়। ৬৬ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো. সজীব গাজী শ্রেষ্ঠ আরচ্যার ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সৈনিক আল আমিন শেখ শ্রেষ্ঠ নবীন আরচ্যার হওয়ার গৌরব অর্জন করে। গত রোববার থেকে শুরু হওয়া আরচ্যারি প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। খেলোয়াড় ছাড়াও যশোর সেনানিবাসের অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকরা সমাপনী খেলা উপভোগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।