Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাগনভূঁঞায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

ফেনীর দাগনভূঁঞা আতাতুর্ক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ২৩ জন কৃতি শিক্ষার্থীকে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে। গত বুধবার বিকেলে আতাতুর্ক সরকারী মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে নুরুল হুদা সেলিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আওরঙ্গজেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন দাগনভূ উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন এবং বিশেষ অতিথী সাবেক ফেনী জেলা শিক্ষা অফিসার বিলকিছ আরা বৃত্তি প্রাপ্ত বিদ্যালয়টির কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথীদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ভূঁইয়া, সহকারী জেলা শিক্ষা অফিসার শাহ আলম, উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দীন, ইন্সট্রাকটর ইউ আর সি আবদুল করিম, আতাতুর্ক সরকারী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোবারক হোসেন, আতাতুর্ক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্তেহারা খানম, সহকারী শিক্ষক খালেদা ফেরদৌস। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এ সময় উক্ত বিদ্যালয়ের ক্ষুদে শিল্পিদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে । ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উক্ত বিদ্যালয় থেকে ১৫৯ জন অংশ গ্রহন করে শত ভাগ পাস করে । এদের মধ্যে ৩৪ জন জিপিএ-৫, ১৬ জন ট্যলেন্টপুলে এবং ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবর্ধনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ