প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন-এর ২৫তম পর্ব প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। রজত জয়ন্তীর কারণে বিশেষ আয়োজন নিয়ে জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে এবারের পরিবর্তন। ৭০জন সঙ্গীত,অভিনয় ও নৃত্যশিল্পী অংশ নিয়েছেন এবারের পর্বে। এ মাসের ১৩ ও ১৪ জুলাই বাংলাদেশ টেলিভিশনের মিলনায়তনে দর্শক উপস্থিতিতে পরিবর্তন অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। এবারের পরিবর্তনের জন্য নতুনভাবে তৈরী করা হয়েছে পুরানো ৩টি গান। ২৫ বছর পর জনপ্রিয় ব্যান্ডদল রেঁনেসার জনপ্রিয় একটি গান ‘হৃদয় কাঁদামাটি কোন মুর্তি নয়’ গানটি নতুন করে তৈরী করা হয়েছে। গায়ক ও সঙ্গীত পরিচালক সুজন আরিফ-এর সঙ্গীতায়োজনে গানটি গাইবেন এ প্রজন্মের ১০জন জনপ্রিয় সঙ্গীত শিল্পী: সাব্বির,পারভেজ সাজ্জাদ, ইউসুফ খান, স¤্রাট, খাইরুল ওয়াসি, সানবিম,শামীম, পুলক অধিকারী, অপু আমান ও মেহরাব। চারটি জনপ্রিয় লোক গানের অংশ বিশেষের সমন্বয়ে জাহিদ বাশার পংকজের কম্পোজিশনে করা গানগুলো গাইবেন মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় দশজন নারী সঙ্গীত শিল্পী: হৈমন্তী রক্ষিত মান, নওরিন, বেলী আফরোজ, আয়েশা মৌসুমী, শাহীনা হক, বৃষ্টি, টিনা মোস্তারি,লাবণ্য, আর্ণিক ও প্রিয়াংকা বিশ^াস। কি জ¦ালা দিয়া গেলা মোরে, প্রবীণ গীতি কবি ও সুরকার আসকর আলীর এই জনপ্রিয় গানটিতে জাহিদ বাশার পংকজ নতুন করে সঙ্গীতায়োজন করেছেন। গানটি গাইবেন দুই প্রজন্মের দশজন সঙ্গীত শিল্পী: রেশাদ মাহমুদ, রমা, তানজিনা রুমা, শুভ, আনিকা তাসনীম, রেশমী মির্জা, ঐশী, কৃতি, নাজু আখন্দ ও উপমা। চারটি গানের অংশবিশেষ এর সাথে নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক আবু নাঈম এর কোরিওগ্রাফিতে নাঈম ড্যান্স কোম্পানীর ২০ জন নৃত্যশিল্পীসহ নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী: নাঈম-প্রিয়া,তুষার-মীম চৌধুরী, নীল-সালসাবিল লাবণ্য। ২৫ বিষয়ক বিভিন্ন কুইজ এর মাধ্যমে দর্শক প্রতিযোগিতা পর্ব মিলনায়তনের উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে সাজানো হয়েছে। হজম আলী, মানিক রতন, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা,খাঁচকাটা খাঁচকাটা, উল্টো চলা, হিট করছে, মমিন-হাতেম, দুই মহিলা, তিন ব্যক্তি, এসব নিয়মিত পর্বে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রæটি বিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্বক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশের বিষয়গুলোসহ থাকছে বিশ^কাপ ফুটবল, ৯৯৯, দূর্নীতি,ভ্যাট প্রদানে অনিয়ম, বিদেশি সিরিয়ালের কুপ্রভাব, ভিনদেশী জাতীয় পতাকা উড়ানো নিয়ে বাড়াবাড়ি, কেমিক্যাল মুক্ত ফলমূল,পরনিন্দা পরচর্চা প্রমুখ। নাট্যাংশগুলোতে অভিনয় করবেন-দিলু খান, মামুনুল হক টুুটু, আফরোজা হাসান, আশরাফ কবির, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, শাহীন খান, বি এম আজাদ, মনা সিদ্দিক হৃদয়, উত্তম, ফারুক মল্লিক, সৈয়দ আল মামুন, নয়ন, জাহাঙ্গীর, শিউলী শিলা, শ্যামলী, ফাহমিদা শারমীন, টুটুল চৌধুরী, বিনয় ভদ্র, ফিরোজ হোসাইন, শ্যামল, বুলবুল ভূইয়া, আনোয়ার, আল আমিন, সুমন, ছোট লিটন, রুহুল আমিন, মঞ্চ মনির, শিল্প প্রমুখ নিয়মিত শিল্পীবৃন্দ। সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।