Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডায় ১৫ জনকে গুলি, হামলাকারীসহ নিহত ২

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

কানাডার টরেন্টোয় ১৪ জনকে গুলি করেছে এক বন্দুকধারী, যাদের মধ্যে একজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছে। রোববার রাতে ড্যানফোর্থ ও লোগান অ্যাভিনিউতে এই গুলির ঘটনা ঘটে বলে কানাডা পুলিশ জানায়। গুলিবিদ্ধদের মধ্যে একজন কিশোরী নিহত হয়েছে। গুলিবিদ্ধ বাকিদের অবস্থা কী, সে সম্পর্কে তাৎক্ষণিক জানা যায়নি। এ ব্যাপারে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি। গুলিবিদ্ধদের কয়েকজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে। আর বাকিদেরকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। জডি স্টেইনহওয়ার নামের একজন সিবিসি নিউজকে জানান, হামলার সময় তিনি তার পরিবার নিয়ে ঘটনাস্থলের নিকটবর্তী একটি রেস্টুরেন্টে খাচ্ছিলেন। এমন সময় ১০-১৫টি গুলির শব্দ পান। জেডি স্টেইনহওয়ার বলেন, ‘আমরা শুনতে পাচ্ছিলাম, লোকজন আতঙ্কে চিৎকার-চেঁচামেচি করে ছোটাছুটি করছে।’ - বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ