Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইহুদি রাষ্ট্র গঠনের আইন প্রত্যাখ্যান করলো মিসর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

‘ইহুদি রাষ্ট্র’ গঠনে ইসরাইলে সদ্য পাশ হওয়া আইন প্রত্যাখ্যান করে মিসর বলছে, ওই আইন মধ্যপ্রাচ্যের শান্তির সম্ভাবনা বিনষ্ট করবে। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই আইন ফিলিস্তিনি শরণার্থীদের নিজেদের মাতৃভূমিতে ফেরার অধিকার ক্ষুণœ করবে। গত বৃহস্পতিবার ইসরাইলের পার্লামেন্টে জাতিরাষ্ট্র সংক্রান্ত ওই আইন পাস হয়। ইসরাইলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া ওই আইনে দখলীকৃত ফিলিস্তিনি ভূমিতে প্রতিষ্ঠিত ইসরাইল রাষ্ট্রকে ঐতিহাসিকভাবেই ইহুদিদের জন্মভূমি আখ্যা দেওয়া হয়। বলা হয়, সঙ্গত কারণেই এখানকার মাটিকে নিজেদের দাবি করার অধিকার রয়েছে তাদের। আইনে অবিভক্ত জেরুজালেমকে নিজেদের রাজধানীর স্বীকৃতি দেওয়া হয়। পাস হওয়ার পর ওই আইনের নিন্দা জানায় ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনি কর্তৃপক্ষসহ আরব নাগরিকেরা এই আইনকে বর্ণবাদী আইন আখ্যা দেয়। শনিবার নিন্দা জানানোর তালিকায় যোগ হয় মিসরের নাম। শনিবার মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরাইলি নেসেটে পাস হওয়া ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আইনকে প্রত্যাখান করছে আরব রিপাবলিক অব ইজিপ্ট (মিসরের আনুষ্ঠানিক নাম)। বিবৃতিতে বলা হয়, এতে শান্তি অর্জনের সুযোগ ও ফিলিস্তিনি ইস্যুতে একটি বিস্তৃত সমাধানে পৌঁছানোর সুযোগ নষ্ট হবে। ওই বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময়ে নিজেদের ঘর থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনি ও তাদের পরবর্তী প্রজন্মের অধিকার রক্ষার ওপরে প্রভাব ফেলতে পারে ওই আইন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিসর

২৮ জানুয়ারি, ২০২২
১৭ জানুয়ারি, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ