Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকরামের পাল্টা প্রশ্ন ‘ও কিছু বলেছে?’

সাকিবের টেস্ট খেলা না খেলা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানরা টেস্ট খেলতে অনাগ্রহী। এই খবর দিয়ে আগের দিনই শিরোনাম হয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের কারো কারো অনাগ্রহ আর চোট সমস্যা মিলিয়ে সাদা পোশাকে আলাদা দল তৈরিরও উপলব্ধি ছিল বিসিবি প্রধানের। তবে ক্রিকেটারদের সবকিছু দেখভাল করার দায়িত্ব যাদের, সেই ক্রিকেট পরিচালনা বিভাগ জানে না তেমন কিছু। সাকিব দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বলছেন এই বিভাগের প্রধান আকরাম খান।
ক্রিকেটার চুক্তি, খেলা বা না খেলা, তাদের সবকিছু তদারকির দায়িত্ব ক্রিকেট পরিচালনা বিভাগের। গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন এই আকরাম। সাকিবের টেস্ট না খেলতে চাওয়ার প্রসঙ্গে বেশ অবাক এই বোর্ড পরিচালক, ‘সে (সাকিব) তো টেস্ট খেলছে। টেস্টের অধিনায়কও সে। সে কি বলেছে নাকি খেলতে চায় না?’ যখন বলা হলো বোর্ড প্রেসিডেন্ট এমনটি বলেছেন, তখন আকরাম জানালেন, তিনি তেমন কিছু জানেন না, ‘এ ব্যাপারে তো আমি আসলে পুরোপুরি জানি না। সাকিব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আমাদের ক্রিকেট যে অবস্থায় আছে, আমি মনে করি যে তিনটি ফরম্যাটই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেরা ক্রিকেটারদের যাকে আমাদের যেখানে দরকার, সেখানে পেতে চাই।’ সিনিয়র ক্রিকেটারদের অনেকে টেস্ট খেলতে চান শুনে আকরামের মন্ত্যব্য, ‘এমনটা আসলে হওয়া উচিত না। আমার নিজের কাছে শুনেও ব্যাপারটি খারাপ লাগল।’
ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট ম্যাচেই নাজেহাল হয়েছে বাংলাদেশ। ক্রিকেটে খারাপ সময় আসতেই পারে, তবে বাংলাদেশের সা¤প্রতিক পারফরম্যান্স আকরামদের কাছেও চিন্তাই বাইরে, ‘টেস্টের পারফর্মেন্স ভালো হয়নি দেখেই আমরা আলাপ আলোচনা করেছি। যেহেতু আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা ভালো করতে পারিনি সেই কারণে আলোচনা হয়েছে। মাঝে মধ্যে খারাপ পারফর্মেন্স হতেই পারে, তবে এত খারাপ হবে সেটি চিন্তা করিনি। এখান থেকে কিভাবে আমরা বের হয়ে আসবো সেটি নিয়ে আলোচনা করা হয়েছে।’
সিনিয়রদের খেলতে না চাওয়ার কথা বলেই বোর্ড সভাপতি বলেছেন যে টেস্ট ও টি-টোয়েন্টি আলাদা দল গড়তে চায় বোর্ড। এখানেও বোর্ড সভাপতির ভাবনার সঙ্গে বাস্তবতার ফারাক দেখছেন আকরাম, ‘টেস্টে আলাদা দল গঠনের মতো অবস্থা আমাদের এখনও হয়নি। যেহেতু আমাদের বিকল্প অনেক কম। হিসেব করলে দেখবেন যে ৮০ ভাগ ক্রিকেটার কিন্তু তিন ফরম্যাটেই খেলছে। অন্য দেশগুলোতে তো তা হয় না। আপনার তো অপশনটি থাকতে হবে, তাহলে আলাদা দল তৈরি করা যাবে।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ