Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

থাইল্যান্ড-ভুটান বিনিয়োগ বাণিজ্য জোরদারে সম্মত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ভুটান ও থাইল্যান্ডের মধ্য বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে জয়েন্ট ট্রেড কমিটিকে (জেটিসি) কাজে লাগাতে দুই দেশ রাজি হয়েছে। থিম্ফুতে অনুষ্ঠিত দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টবগে’র সঙ্গে তার সরকারি বাসভবনে আলোচনায় মিলিত হন সফররত থাই প্রধানমন্ত্রী প্রিয়ুত চান-ও-চা। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিস্তৃত পরিসরে সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বলে প্রধনমন্ত্রীর দফতরের উপমুখপাত্র লে. জেনারেল বীরাচন সুকনতাপাতিপাক জানিয়েছেন। ভুটানের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের গুহায় আটকে পরা ১৩ ব্যক্তিকে উদ্ধারে সফল হওয়ার জন্য দেশটির প্রশংসা করেন। মুখপাত্র জানান যে আলোচনাকালে দুই নেতা রাজকীয় ও সরকারি পর্যায়ে দুই দেশ ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এই সম্পর্ক আরো জোরদার হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বিভিন্ন ক্ষেত্রে কারিগরি সহযোগিতা নিয়ে আলোচনা করেন জেনারেল প্রিয়ুত ও টবগে। এসব ক্ষেত্রের মধ্যে রয়েছে কৃষি, গণস্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি। তারা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে জেটিসি-কে প্রধান ম্যাকানিজম হিসেবে কাজে লাগানোর ব্যাপারে একমত হন। ভুটান তার পর্যটন ও নির্মাণ খাতে থাই বেসরকারি খাতের বিনিয়োগ আশা করে। থাই বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা প্রদানের প্রতিশ্রæতি দেয়া হয়।রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থাইল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ