বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই নৈশপ্রহরীকে হত্যা করে তিন দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলার লক্ষণখোলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়হান (৬৫) বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার মৃত আবদুস সামাদের ছেলে ও মোতালেব (৫৫)বন্দরের চৌরাপাড়া এলাকার মৃত হবি মিয়ার ছেলে।
বন্দর থানার ওসি শাহীন মণ্ডল জানান, শুক্রবার রাতে উপজেলার লক্ষণখোলা বাসস্ট্যান্ড এলাকায় ১০-১২ সদস্যের একদল ডাকাতির উদ্দেশে যায়। এ সময় নৈশপ্রহরী রায়হান ও মোতালেব বিষয়টি টের পেলে ডাকাতরা ভারী লোহার দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় ও দেহের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে লাশ ফেলে রেখে তিনটি ব্যাটারির দোকানে ডাকাতি করে। এ সময় প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।
নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হবে বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।