নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশের পক্ষে বিভিন্ন আন্তর্জাতিক গেমসে পদকজয়ী লাল-সবুজের ক্রীড়াবিদদের অর্থ পুরস্কার দিয়ে উৎসাহিত করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এ ধারাবাহিকতায় তারা বেশ ক’বছর ধরেই কমনওয়েলথ গেমস, এশিয়ান ও সাউথ এশিয়ান (এসএ) গেমস সহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে পদকজয়ী বাংলাদেশের ক্রীড়াবিদদের নিয়মিত অর্থ পুরস্কার দিয়ে আসছে। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমসে সোনা জিতলে এক কোটি টাকা পুরস্কার দেয়া হবে- এমন ঘোষনা আগেই দিয়েছিল বিওএ। এবার সেই অংকটা দ্বিগুন করেছে তারা। অলিম্পিক গেমসের ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ জয়ীদের দু’কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিওএ। আর দলীয় ইভেন্টে স্বর্ণ জয়ী দলকে দেয়া হবে তিন কোটি টাকা। বৃহস্পতিবার বিওএ’র নির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে ২৫ লাখ আর দলীয় ইভেন্টে ৪০ লাখ টাকা দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয় সংস্থাটি। কমনওয়েলথ গেমসে ১৫ লাখ টাকা পাবেন ব্যক্তিগত ইভেন্টের সোনাজয়ী, আর দলীয় ইভেন্টে স্বর্ণজয়ীরা পাবেন ২০ লাখ টাকা। এসএ গেমসে ব্যক্তিগত ইভেন্টে ৬ লাখ ও দলীয় বিভাগে এক লাখ টাকা করে পাবেন প্রত্যেকে। কোচদেরও দেয়া হবে অর্থ পুরস্কার। বিওএ সব মিলিয়ে ১১টি আন্তর্জাতিক গেমসের জন্য অর্থ পুরস্কার বরাদ্দ রেখেছে। এ প্রসঙ্গে বিওএ’র মহাসচিব শাহেদ রেজা বলেন, ‘ক্রীড়াবিদদের উৎসাহ বাড়াতে আমরা অর্থ পুরস্কার দ্বিগুন করেছি। এতে উৎসাহিত হয়ে দেশের ক্রীড়াবিদরা আরো ভালো পারফরমেন্স করবেন বলে মনে করি আমরা।’ এছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী যুব গেমসের বাছাইকৃত প্রতিভাবান অ্যাথলেটদের বছরব্যাপী বিকেএসপিতে প্রশিক্ষণ দেয়া হবে। ১৪টি ডিসিপ্লিনে যারা অষ্টম শ্রেণী বা এর নীচে লেখাপড়া করছে তাদের বিকেএসপিতে পড়া-শুনার পাশাপাশি প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে বিকেএসপির সঙ্গে বিওএ’র আলোচনা চলছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।