Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

শেখ কামাল যুব গেমস বছর শেষে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ১২:০১ এএম

ঘরোয়া খেলাধুলার সবচেয়ে বড় আসর বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস গত বছর অনুষ্ঠিত হয়েছে। এ বছরের শেষ দিকে হবে বাংলাদেশ যুব গেমসের দ্বিতীয় আসরের খেলা। যার নামকরণ হয়েছে শেখ কামাল বাংলাদেশ যুব গেমস। আগামী অক্টোবর বা নভেম্বর মাসেই এই গেমসের আয়োজন হবে বলে বৃহস্পতিবার রাতে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির সভায় প্রাথমিক সিদ্ধান্ত হয়। উপজেলা পর্যায় থেকে এই গেমস শুরু হয়ে চূড়ান্ত পর্ব হবে ঢাকায়। যুব গেমসের ফাইনাল রাউন্ড ২০২৩ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাব্য দিনক্ষণ ঠিক করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং বিওএ’র সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় যুব গেমসের শুরু ও শেষের সময়সূচি নিয়েও আলোচনা হয়েছে। গেমসের ডিসিপ্লিন, ভেন্যুর সংখ্যা এগুলো পরবর্তীতে চূড়ান্ত হবে। যুব গেমস উপলক্ষে একটি স্টিয়ারিং কমিটিও গঠন করা হবে। আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বার্মিংহাম যাবে বাংলাদেশ দল। কমনওয়েলথ গেমস শেষে ২ থেকে ১০ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বার্মিংহাম ছাড়বে লাল-সবুজরা। তুরস্কেও কোনিয়া শহরে পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমসে ১১টি ডিসিপ্লিনে অংশ নিতে ৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে কোনিয়া যাবে বাংলাদেশ দল। ১২ থেকে ১৯ আগস্টের মধ্যে কোনিয়া ছাড়বেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। এছাড়া সভায় ৯টি উপকমিটি গঠন করা হয়। মাল্টি গেমস এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্যাটাগরীতে বিওএ কার্যনিবার্হী কমিটির দুটি সদস্য পদ শূন্য হওয়ায় ওই দুই পদে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ কামাল যুব গেমস বছর শেষে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ