Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হাঙ্গার গেমস’ প্রিকুয়েলে রেচেল জেগলার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ১২:১৪ এএম

স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’র মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার পর রেচেল জেগলার লায়ন্সগেটের ‘হাঙ্গার গেমস’ প্রিকুয়েলে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন। স্টুডিও জানিয়েছে, জেগলার প্রিকুয়েল ‘হাঙ্গার গেমস : দ্য ব্যালাড অফ সংবার্ডস অ্যান্ড স্নেক্স’-এ লুসি গ্রে বেয়ার্ডের ভূমিকায় অভিনয় করবেন। জেনিফার লরেন্স মূল ট্রিলজিতে ৭৪তম হাঙ্গার গেমসের ট্রিবিউট ক্যাটনিস এভারডিনের ভূমিকায় অভিনয় করেছিলেন। বেয়ার্ড হবে ১০ম হাঙ্গার গেমসের অংশ। সুজন কলিন্সের ইয়াং অ্যাডাল্ট উপন্যাস সিরিজ অবলম্বনে চার পর্বের ‘হাঙ্গার গেমস’ সিরিজ ৩ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। জেগলার দরিদ্র ডিসট্রিক্ট ১২’র ট্রিবিউট লুসির ভূমিকায় অভিনয় করবেন। এর আগে জানা গেছে টম ব্লাইথ ১৮ বছর বয়সী করিওলেনাস স্নোর ভূমিকায় অভিনয় করবেন এই প্রিকুয়েলে। জানা গেছে, কয়েকশ’ অভিনেত্রীর অডিশনের পর জেগলারকে বাছাই করা হয়। কাস্টিং টিম জানায় রেচেলের কণ্ঠ, অভিনয় এবং ব্যক্তিত্ব সব লুসি গ্রের সঙ্গে মিলে গেছে। ‘হাঙ্গার গেমস : দ্য ব্যালাড অফ সংবার্ডস অ্যান্ড স্নেক্স’ ১৭ নভেম্বর, ২০২৩-এ মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘হাঙ্গার গেমস’ প্রিকুয়েলে রেচেল জেগলার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ