Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

মেক্সিকোতে ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ এবং মধ্য মেক্সিকোতে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে বৃহস্পতিবারের এই ভূমিকম্পতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্রের খবর, এই ভূকম্পনে মেক্সিকো সিটির অফিস টাওয়ার সাময়িকভাবে খালি করে দেওয়া হয়। ইউ.এস জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৮.৩০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। মেক্সিকোর রাজধানীর দক্ষিণ-পূর্ব থেকে থেকে প্রায় ১৪০কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ৭.১ তীব্রতায় ভূমিকম্প হয়েছিল। তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। রয়টার্স।

তাপদাহে নিহত ১৪
ইনকিলাব ডেস্ক : বন্যা আর ভূমি ধসে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার দুই সপ্তাহের মাথায় রেকর্ড ভাঙা তাপমাত্রার সঙ্গে লড়ছে পুরো জাপান। এর মধ্যে রাজধানী টোকিওতে তীব্র তাপদাহের কবলে পড়ে প্রাণ হারিয়েছে অন্তত ১৪ জন। খবরে বলা হয়েছে, গত ৯ জুলাই থেকে শুরু হওয়া তাপদাহে জাপানে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। জাপানে প্রায়ই উচ্চ তাপমাত্রা ও আদ্রতার দেখা মেলে। তবে এবারে এই তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দুই সপ্তাহ আগে বন্যা আর ভূমিধসের মুখে পড়েছিল জাপান। এনএইচকে।

একাধিক সন্দেহভাজন
ইনকিলাব ডেস্ক : পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর লন্ডনে রাসায়নিক হামলার ঘটনায় একাধিক সন্দেহভাজন রুশ নাগরিককে শনাক্ত করেছে ব্রিটিশ পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাদের শনাক্ত করা হয়। পুলিশের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সিকিউরিটি ক্যামেরার ওই সময়ের রেকর্ড একাধিকবার পরীক্ষা করে দেখা হয়েছে। বিবিসি।

মমতার ঘোষণা
ইনকিলাব ডেস্ক : পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় মঞ্চ দুর্ঘটনায় আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিন লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মমতা। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জি নিউজ।

মিসৌরিতে নিহত ১১
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে পর্যটকবাহী ‘ডাক বোট’ উল্টে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে বৃহস্পতিবার উভচর ওই বাহনটি ব্রানসন শহরের কাছে টেবল রক লেকে উল্টে যায় বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। উল্টো যাওয়া নৌকার নিখোঁজ অন্তত ৫ যাত্রীর খোঁজে ডুবুরিরা লেকটিতে অভিযান চালাচ্ছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ