Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তিন গণকবরে ১ হাজার ২৩৬টি লাশের সন্ধান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম


সিরিয়ার রাক্তা শহরে তিনটি গণকবরে ১ হাজার ২৩৬টি লাশের সন্ধান পাওয়া গেছে। দীর্ঘদিন আইএসআইএলর নিয়ন্ত্রণে এ শহরটি এখন নিছক ধ্বংসস্তূপ। রাক্কা পুনর্গঠনের জন্য গঠিত কমিটি এ গণকবরের সন্ধান পেয়েছে। সন্ধান পাওয়া লাশগুলোর বেশির ভাগই নারী ও শিশুর বলে জানিয়েছে রাক্কা পুনর্গঠন কমিটি। গণহারে মানুষ গত্যা করে ওই তিনটি গণকবরে পুঁতে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। কমিটির পক্ষ থেকে টুইটারে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কমিটির পক্ষ থেকে গণকবর খুঁড়ে দেহাবশেষ বের করা হচ্ছে। গত বছর যুক্তরাষ্ট্রে নেতৃত্বে আইএসবিরোধী যখন রাক্কার নিয়ন্ত্রণ নেয় তখন এসব হত্যাকাÐের ঘটনা ঘটেছে বলে দাবি করছে স্থানীয়রা। গত বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাক্কায় হামলার সময় বিভিন্ন মানবাধিকার সংগঠন গণহত্যার অভিযোগ তুলে নিন্দা জানিয়েছিল। ইয়ানি শাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ