Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

মোদির বিদেশ সফরে চার বছরে ব্যয় ১৪৮৪ কোটি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

গত চার বছরে ৪২টি বিদেশ সফরে ৮৪ দেশ সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালের জুন মাস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরে চার্টার্ড বিমান, বিমানের রক্ষণাবেক্ষণ এবং হটলাইনের সুযোগ-সুবিধার জন্য মোট ব্যয় হয়েছে ১৪৮৪ কোটি টাকা। দেশটির বৈদেশিক বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংহ রাজ্যসভায় এ তথ্য দেন। তিনি জানান, মোট ১০৮৮.৪২ কোটি টাকা খরচ হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ বিমানের রক্ষণাবেক্ষণের জন্য এবং ৩৮৭.২৬ কোটি টাকা ব্যয় হয়েছে ২০১৪ সালের ১৫ জুন থেকে ২০১৮ সালের ১০ জুন পর্যন্ত মোদির বিদেশ সফরের জন্য। হটলাইন পরিষেবায় ব্যয় হয়েছে ৯.১২ কোটি টাকা। গত চার বছরে ৪২টি বিদেশ সফরে ৮৪টি দেশ সফর করেন ভারতের প্রধানমন্ত্রী। ভি কে সিংহের দেয়া হিসাবে অবশ্য ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ সালের মধ্যে বিদেশ সফরের সময় হটলাইন পরিষেবার মোট খরচ বাদ রাখা হয়েছে। ২০১৮-১৯ সালের মধ্যে চার্টার্ড বিমানে কত টাকা খরচ হয়েছে, হিসাব থেকে বাদ রাখা হয়েছে সে তথ্যও। পটিআই, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ