Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটককৃতদের মুক্তির দাবিতে জাবিতে মানববন্ধন

১৬টি বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন

জাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি, হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীর বিচাররের দাবি ও ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার বিভিন্ন বিভাগের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহŸায়ক সাকিলউজ্জামান বলেন, ‘সরকার যৌক্তিক দাবি কোটাপ্রথা সংস্কার না করে শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগ দিয়ে নির্যাতন করছে। বিনা অপরাধে কোটা সংস্কারের আন্দোলনের সাথে যুক্ত থাকা শিক্ষার্থীদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করছে।’
এ সময় তিনি আরো বলেন, ‘এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তি দিতে হবে এবং কোটা সংস্কারের প্রজ্ঞাপন দ্রæত জারি করতে হবে। না হলে ছাত্রসমাজ আবার আন্দোলনের দাবানল গড়ে তুলতে বাধ্য হবে।’ এদিকে কোটা সংস্কারের দাবি ও হামলা-মামলার প্রতিবাদে বিশ্বদ্যিালয়ের বাংলা, দর্শন, সরকার ও রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান বিভাগসহ মোট ১৬টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ