মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৯০ হাজার কর্মসংস্থান
ইনকিলাব ডেস্ক : সউদী আরবের এক কর্মকর্তা জানিয়েছেন, চলচ্চিত্র খাতে ২০২০ সালের মধ্যে ৯০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ পরিকল্পনার আওতায় দেশটির নারী ও পুরুষরা স্থায়ী ও পার্ট টাইম কর্মসংস্থানের সুযোগ পাবেন। জেদ্দাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সেন্টার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলআউই বুধবার জানান, তাদের প্রত্যাশা আগামী দুই বছরে দেশটিতে চলচ্চিত্র প্রেক্ষাগৃহের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যাবে। মিডল ইস্ট মনিটর।
মঙ্গোলিয়ায় নিহত ৪৮
ইনকিলাব ডেস্ক : মঙ্গোলিয়ায় ব্যাপক বন্যায় ৪৮ জন প্রাণ হারিয়েছে। এছাড়া প্রবল বৃষ্টিতে পশ্চিমাঞ্চলীয় বায়ান-উলগি প্রদেশে আড়াই হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার মঙ্গোলিয়ার কর্মকর্তারা এ কথা জানিয়েছে। জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোম্বোজাভ অরুনবুইয়ান বলেন, বুধবার সকাল পর্যন্ত প্রদেশের আটটি স্থানের ১৮৫টি বাড়িঘরের ৬শরও বেশি লোক জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিল। সিনহুয়া।
৮শ’ ট্যাংক পাচ্ছে
ইনকিলাব ডেস্ক : ইরানের সামরিক বাহিনীকে আরও ৮০০ ট্যাংক সরবরাহ করা হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব ট্যাংক ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং ইরানের সেনাবাহিনীকে দেয়া হবে। এর মধ্যে ইরানের বিখ্যাত কারার ট্যাংকও থাকবে। ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী রেজা মোজাফফারি-নিয়া বুধবার বার্তা সংস্থা তাসনিম নিউজকে একথা জানান। তিনি জানান, সেনাবাহিনী এবং আইআরজিসি’র চাহিদা পূরণের জন্য ইরান প্রতি বছর ৫০ থেকে ৬০টি ট্যাংক তৈরি করে। পার্সটুডে।
মার্কিন সেনা নিহত
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশে তালেবানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছে। ওয়ারদাক প্রদেশের জালরিয শহরে বুধবার মার্কিন সেনাদের লক্ষ্য করে তালেবান গোষ্ঠী হামলা চালালে ওই দুই মার্কিন সেনা নিহত হয়। এ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে চলতি ২০১৮ সালে আফগানিস্তানে নিহত মার্কিন সেনা সংখ্যা ১০ জনে দাঁড়াল। এ ছাড়া, ২০০১ সালে ইঙ্গো-মার্কিন বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালানোর পর থেকে দেশটিতে দুই হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়েছে। পার্সটুডে।
মালয়েশিয়ায় গ্রেপ্তার ৭
ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটা জানায় দেশটির পুলিশ প্রশাসন। জুলাইয়ের ১২ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশটির চারটি প্রদেশে চারজন মালয়েশিয়ান ও তিনজন ইন্দোনেশিয়ানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দেশটির রাজা ও প্রধানমন্ত্রীকে জীবননাশের হুমকিদাতাও রয়েছেন। বিবৃতিতে বলা হয়, ৩৪ বছর বয়সী এক বেকার যুবককে দেশটির প্রদেশ জোহর থেকে গ্রেপ্তার করা হয়। চ্যানেল নিউজ এশিয়া।
ড্রোন হামলা
ইনকিলাব ডেস্ক : সউদী আরবের আরামকো তেল শোধনাগারে ইয়েমেন নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ সমর্থিত সেনারা দূরপাল্লার নতুন ড্রোন ব্যবহারের মাধ্যমে এ হামলা চালায়। এ বিষয়ে টুইটারে পোস্ট করা আনসারুল্লাহ যোদ্ধাদের একটি বিবৃতি প্রচার করেছে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল। এতে বলা হয়েছে, আমাদের ড্রোন রিয়াদের আরামকো তেল শোধনাগারে আঘাত করেছে। দ্য নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।