Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

| প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ব্রিগেডিয়ার বাতিল
ইনকিলাব ডেস্ক : সংস্কারের পথে চলছে ভারতীয় সেনাবাহিনী। দীর্ঘ ৩৫ বছর পর বাতিল হওয়ার পথে ব্রিগেডিয়ার পদ। দেশটির সেনাবাহিনীর দাবি, এতে বাড়বে উন্নতির সুযোগ এবং সিভিল সার্ভিসের সঙ্গে আসবে সামঞ্জস্য। ভারতের সেনাবাহিনীতে বর্তমানে ১২ লাখ সেনাকর্মী রয়েছেন। ৪২ হাজার রয়েছেন অফিসার পদে। আগামী দিনে সেনাবাহিনীর নটি র‌্যাংক কমিয়ে করা হবে ছয় বা সাতটি। এই নতুন নিয়ম চালু হলে কর্নেল থেকে সরাসরি মেজর জেনারেল পদে উন্নীত হবে। টাইমস অব ইন্ডিয়া।
যৌথ মহড়া শুরু
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের তালেবান সন্ত্রাসীদেরকে মোকাবেলার প্রস্তুতি হিসেবে রাশিয়া ও তাজিকিস্তান যৌথভাবে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। তাজিক-আফগান সীমান্তে এ মহড়া চলবে। তাজিকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মহড়ায় ১০ হাজারের বেশি সেনা অংশ নেবে। তাজিকিস্তানের গর্নো বাদাখশান স্বায়ত্তশাসিত এলাকায় মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আফগান সীমান্ত থেকে তালেবান সন্ত্রাসীদের কল্পিত হামলা মোকাবেলার লক্ষ্য নিয়ে দু’দেশের সেনারা এ মহড়া চালাবে। পার্সটুডে।
৩য় শ্রেণীর ছাত্রী
ইনকিলাব ডেস্ক : স্কুলের শৌচালয়ে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক সরকারি স্কুলের শিক্ষককে। ভারতের হরিয়ানার হিসারে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি শিশুটি স্কুলের শৌচালয়ে গেলে তাকে ধর্ষণ করে জুনিয়র বেসিক ট্রেনিং-এর এক শিক্ষক। অভিযুক্ত সেই শিক্ষককে বরখাস্ত করেছে স্কুল। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শিশুটির মেডিকেল পরীক্ষার পর পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। এনডিটিভি।
৪০ মিলিয়ন ডলার
ইনকিলাব ডেস্ক : ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট থেকে ৪০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে মালদ্বীপ। সরকার এ তথ্য জানিয়েছে। একইসাথে দেশে মানবাধিকার পরিস্থিতির অবনতির কারণে ইউরোপিয় ইউনিয়ন যে টার্গেটেড নিষেধাজ্ঞা দিয়েছে, তার সমালোচনা করেন এক মন্ত্রী। ওপেক তহবিল থেকে প্রাপ্ত ঋণ পোতাশ্রয় নির্মাণ, বিমানবন্দর তৈরি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কাজে লাগানো হবে। এসএএম।
মিয়ানমারে ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের সাগাইং অঞ্চলে বুধবার ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া বিভাগের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৮ টা ৩৫ মিনিট ২৭ সেকেন্ডে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইনমাবিন শহরের ৮ কিলোমিটার উত্তরপূর্বে এবং কানবালু ভূকম্পন পর্যবেক্ষন কেন্দ্র থেকে ১৩৮ কিলোমিটার দূরে। সিনহুয়া।
বন্দুক ঠেকিয়ে বিয়ে
ইনকিলাব ডেস্ক : মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়েতে বাধ্য করা হয়েছে এক যুবককে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের বৈশালি জেলায়। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলেন রেলওয়ে ইঞ্জিনিয়ার দুর্গাশরণ। বাড়ি ফেরার পথে তার মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যায় একদল যুবক। ঘটনার দিন রাতেই বিহারের বৈশালি জেলায় কামেশ্বর সিংয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ