Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ৯:১৬ পিএম

রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্কের ইতি টেনে ইতালির ক্লাব জুভেন্টাসে নাম লিখিয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনলদো। খবরটা অবশ্য বেশ পুরোনো। তবে স্বাস্থ্য পরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে এই প্রথম সংবাদ সম্মেলনে এসেছেন পর্তুগিজ তারকা। এসেই জানালেন সেরি আ দলে তার নতুন চ্যালেঞ্চের কথা।
বয়স তিরিশ পেরুলে অনেক তারকাই পাড়ি জমান কাতার, চীন কিম্বা যুক্তরাষ্ট্রের লিগে। কিন্তু ৩৩ বছর বয়সী চ্যালেঞ্জ নিয়ে যোগ দিয়েছেন জুভেন্টাসে। নিজেকে ‘তরুণ’ মনে করেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান, ‘আমি বর্তমান নিয়ে ভাবতে পছন্দ করি। আমি এখনও অনেক তরুণ এবং সব সময় চ্যালেঞ্জ পছন্দ করি। স্পোর্টিং থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ইউনাইটেড থেকে রিয়াল এবং রিয়াল থেকে এখন জুভেন্টাসে।’
১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে চার বছরের চুক্তিতে ইতালিয়ান জায়ান্ট দলে যোগ দেওয়া রোনালদোকে গত সোমবার বরণ করে নেয় সমর্থকরা। সংবাদ সম্মেলেন পাঁচবারের বর্ষরেসা ফুটবলার জানান তার তুরিনে আসার কারণ, ‘জুভেন্টাসে আসা একটি ভালো সিদ্ধান্ত ছিল। এটা ইতালির সেরা ক্লাব। দুর্দান্ত একজন কোচ (মাসিমিলিয়ানো আলেগ্রি) আছেন, তাই এখানে আসার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল না।’ নতুন দলে যোগ দেয়াকে চ্যালেঞ্চ হিসেবে নিয়েছেন ৫বারের বর্ষসেরা, ‘আমি খুবই উচ্চাভিলাষী এবং নতুন চ্যালেঞ্জ পছন্দ করি। আমি আশা করি সব কিছু ভালোভাবে চলবে। ভাগ্য সবসময় সাহায্য করে কিন্তু আপনাকেও এটার খোঁজে থাকতে হবে।’ এখানে বয়স কোন কারণ নয় বলেও জানান ৩৩ বছর বয়সী, ‘সাধারণত ৩৩ বছর বয়সে খেলোয়াড়রা মনে করে তাদের ক্যারিয়ার শেষ, কিন্তু আমি সেভাবে অনুভব করি না। আমি দেখিয়েছি, আমি অন্যদের চেয়ে আলাদা।’ তিনি বলেন, ‘
জুভেন্টাস একটি বড় ক্লাব এবং সাধারণত আমার বয়সে খেলোয়াড়রা কাতার বা চীনে পাড়ি জমায়। তাই এরকম একটি গুরুত্বপূর্ণ এবং বড় ক্লাবে ক্যারিয়ারের এই সময়ে আসতে পেরে আমি খুশি।’
মেসির সঙ্গে লড়াইটা চলবে বলেও ঘোষণা দেন তিনি, ‘সবাই মেসির সঙ্গে আমার দ্ব›েদ্বর কথা বলছে। কিন্তু অবশ্যই আমরা আমাদের নিজেদের ম্যাচগুলো খেলব। প্রত্যেকে তাদের নিজস্ব ক্লাবের জন্য লড়ছে। আমিও তাই-ই করব। শেষ পর্যন্ত আমরা দেখব কে সেরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোনালদো

১১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ