Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ১:১৪ পিএম

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ রোববারে নিজ দেশের জাতীয় দল ও ফান্সের মধ্যে বিশ্বকাপ ফাইনাল ঘরে বসেই দেখবেন। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার এই প্রেসিডেন্ট আর্জেন্টিনোস জুনিয়রস ক্লাবের একনিষ্ঠ ভক্ত। এখান থেকেই ফুটবল তারকা ডিয়েগো ম্যারাডোনার উত্থান হয়েছিল।

রোববার এক টুইট বার্তায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমার দেশের লাখো মানুষের মতো করে আমিও বাড়িতে বসে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখব। মাঠে আমরা সেরাটা দেব, আর আমাদের গৌরবান্বিত ভক্তরা গ্যালারি থেকে তা উপভোগ করবেন।’

তবে আর্জেন্টিনার এই প্রেসিডেন্ট বিশ্বকাপের ফাইনাল দেখতে কাতারে না গেলেও প্রতিপক্ষ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো স্টেডিয়ামে সশরীরে হাজির হচ্ছেন।



 

Show all comments
  • Farah ১৮ ডিসেম্বর, ২০২২, ২:৫১ পিএম says : 0
    Mani na, Manbo na. Jani na, Janbo na.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ