Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

দ. আফ্রিকায় নিহত ৫
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ আফ্রিকার একটি তামার খনিতে রোববার মাইন বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় জীবিত অপর একজনকে উদ্ধারে অভিযান চলছে। লিমপোপো প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে মাইন বিস্ফোরণের মাধ্যমে আহরণকৃত পালাবোরা তামার খনিতে শ্রমিকদের বহনকারী একটি কনভেয়ার বেল্টে আগুন লেগে ছয় শ্রমিক আটকা পড়ে বলে খনির মালিকানা প্রতিষ্ঠানটি জানায়। দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ বিভাগের এক টুইট বার্তায় বলা হয়, পালাবোরা মাইন দুর্ঘটনায় পাঁচ শ্রমিকের নিহত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে।আটকে পড়া এক শ্রমিকের উদ্ধার কার্যক্রম চলছে। এএফপি।
ভারতে ৭ জন নিহত
ইনকিলাব ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে দু’টি কারের মধ্যে সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত ও তিনজন আহত হয়েছে। সোমবার পুলিশ একথা জানিয়েছে। রোববার সন্ধ্যার দিকে পুনে-মুম্বাই মহাসড়কের লোনাভালার কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা জানায়, ওই মহাসড়ক দিয়ে দ্রæত গতিতে যাওয়ার সময় এ দু’টি গাড়ির একটির টায়ার ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। সিনহুয়া।
মালিতে নিহত ১০
ইনকিলাব ডেস্ক : মালির উত্তরপূর্বাঞ্চলে এক হামলায় কমপক্ষে ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নাইজার সীমান্তের কাছে চালানো এ হামলা জিহাদিরা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সশস্ত্র তৌয়ারেজ গ্রæপ ও স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবরে বলা হয়, সা¤প্রতিক মাসগুলোতে মালির অস্থিতিশীল এই অঞ্চলে বিভিন্ন হামলায় শতাধিক লোক নিহত হয়েছে। এদের মধ্যে অনেক বেসামরিক নাগরিক রয়েছে। এএফপি।
মালদ্বীপের বিরুদ্ধে
ইনকিলাব ডেস্ক : মালদ্বীপের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কয়েকমাস উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানানোর পর সোমবার থেকে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন। মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী দলের উপর দমন অভিযান চালানের নিয়ে ব্রাসেলস ও মালের মধ্যে বিরোধ চলছে। মালদ্বীপে সেপ্টেম্বরের
প্রেসিডেন্ট নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না বলেও ইইউ’র আশংকা। সোমবার ব্রাসেলসে কাউন্সিলের বৈঠকের শুরুতেই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে কর্মকর্তা জানান। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ