Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সড়ক নয়, যেন নরক!

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

চট্টগ্রাম থেকে চাঁদপুরের মেঘনা নদীর হরিণা থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট পার হলেই চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। চাঁদপুর, শরীয়তপুর ও মাদারীপুরের আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা। এ সড়কে ডিমখালী, মিধ্যাকান্দি, মাদবরকান্দি ও বালার বাজার গোটা অংশে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। শুধু তাই নয়, খুলনা-চট্টগ্রাম সড়কের শরীয়তপুর অংশে ৩৭ কিলোমিটার পথের অবস্থা করুণ। দুর্ঘটনা যেন আজ নিত্য দিনের সঙ্গী হয়ে পড়েছে আংগাড়িয়া, আলুবাজার, নরসিংহপুর ফেরিঘাটে। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে শরীয়তপুর-চাঁদপুর ও খুলনা মহাসড়ক। এটি এখন সড়ক নয়, যেন নরক! ৪ থেকে ৬ ঘণ্টা পথ পাড়ি দিতে সময় লাগছে ২-৩ দিন। এখন ৪৫ কিলোমিটার সড়কের ৩৭ কিলোমিটারের অবস্থা শোচনীয়। শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাট বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। ভাবতেই অবাক লাগে আধুনিক শরীয়তপুরের ৭৫% সড়কে চলাচল অনুপযোগী! তাই যথাশীঘ্র মহাসড়কপথ মেরামতের জন্য সংশি¬ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সোহেল তাজ, ঢাকা কলেজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ভোগ


আরও
আরও পড়ুন