Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাদারীপুর থেকে ফরিদপুরে দুই দিন বাস চলাচল বন্ধ: দুর্ভোগে যাত্রীরা

ফরিদপুর থেকে আনোয়ার জাহিদ/ আবুল হাসান সোহেল | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ২:৩৩ পিএম

মাদারীপুর থেকে ফরিদপুর জেলায় চলাচলকারী সব ধরণের পরিবহন বন্ধ করেছে পরিবহন মালিক সমিতি। অবৈধ ইজিবাইক নছিমন ভটভটিসহ থ্রি হুইলার জাতীয় যানবাহন বন্ধের দাবীতে শুক্রবার সকাল থেকে ও শনিবার রাত পর্যন্ত দুই দিন পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিবহন মালিক সমিতি। তবে শুক্রবার সকাল থেকে মাদারীপুরের সাথে ঢাকাসহ অন্য জেলায় যাতায়াতকারী সব ধরণের পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মফিজ জানান, উচ্চ আদালতে নিষেধাজ্ঞা থাকার পরেও দীর্ঘ দিন ধরে মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল করছে। এতে মাঝে মাঝেই দুঘর্টনা ঘটছে। তাই ফরিদপুর জেলায় এসব অবৈধ যান চলাচল বন্ধের দাবীতে শুক্র ও শনিবার ধর্মঘট ডাকে ওখানের মালিক সমিতি। তাদের দাবীর সাথে একমত পোষণ করে মাদারীপুর থেকেও ফরিদপুরগামী সব পরিবহন বন্ধ রাখা হয়। তবে মাদারীপুর থেকে অন্য জেলায় পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

তবে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ায় মাদারীপুরের অনেক রোগি সেখানে ভর্তি রয়েছে। এসব রোগিদের আত্ময়-¯^জনরা ফরিদপুর যেতে আসতে দুর্ভোগে পড়েছে বলে দাবী করেছেন। ফরিদপুরগামী জব্বার মুন্সি বলেন, ‘আমার নাতিকে চার দিন আগে ফরিদপুর মেডিকেলে ভর্তি করিয়েছি। কিন্তু এখন ফরিদপুর যেতে কোন বাস পাচ্ছি না। ফলে আমরা পুরাতন বাসস্ট্যান্ডে এসেও যেতে পারলাম না। আওয়ামীলীগ-বিএনপি বুঝি না, আমাদের দুর্ভোগ দেয়ার কোন মানি হয় না। এটা অমানবিক কাজ করেছে।’

নূর হোসেন মাতুব্বর নামে আরেক যাত্রী বলেন, ‘শুনছি কোন বাস বন্ধ না। কিন্তু স্ট্যান্ডে এসে দেখি শুধু ফরিদপুর যাওয়ার বাস বন্ধ। আমার পারিবারিক কাজে ফরিদপুর যেতে হবে। কিন্তু এখন যেতে পারছি না। এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করা ঠিক হয়নি। যে দলেরই হোক, জনগনকে কষ্ট দিয়ে রাজনীতি হয় না। যারা পরিবহন বন্ধ রেখেছে, তাদের বিষয়টি মনে রাখা উচিত।’

এদিকে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান মুঠোফোনে বলেন, ‘১২ নভেম্বরের ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে মাদারীপুর থেকে নেতা-কর্মীদের যাতায়াতের বাধা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে পরিবহন বন্ধ রাখা হয়েছে। এতে সরকার দলীয় লোকজন জড়িত। তবে তাদের উদ্দেশ্য ভেস্তে গেছে। আমরা যারা আসার সবাই চলে আসছি। তাদের এই দুর্ভোগের কারণে দিন দিন আমাদের দলে লোকজন বেশি আসছে। আমরা মাদারীপুর জেলা থেকে বৃহস্পতিবার বিকেলেই ১৭টি গাড়ি ভরে ফরিদপুরে চলে আসছি। কোন ভাবেই আমাদের থামিয়ে রাখা যাবে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ভোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ