Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড় সড়কে কাদিয়ানী বিরোধী সমাবেশ দুর্ভোগে পথচারী

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ৫:২৪ পিএম

পঞ্চগড়ে সড়ক অবরোধ করে কাদিয়ানী বিরোধী সমাবেশ করেছে তৌহিদি জনতা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত এ কর্মসূচি।

।এ সময় শহরে আসা-যাওয়ার ছোট- বড় হাজার হাজার যানবাহন পথচারী,স্কুল কলেজের শিক্ষার্থীরা চরম দূর্ভোগে পড়েন।
বিকালে অতিরিক্ত পুলিশ সুপার এস এম সফিকুল ইসলাম আশ্বাস দেন এবারে জলসা করতে দেয়া হোক, এর পরে আর হবেনা।
এর আগে খতমে নবুওয়ত সম্মিলিত সংরক্ষণ পরিষদ, ইসলামি আন্দোলনসহ আটটি সংগঠন কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
তৌহিদি জনতার দাবী, কাদিয়ানিরা তাদের কুফরি মতবাদ প্রচারের জন্যই এই জলসার আয়োজন করেছেন প্রতিবছর। জলসায় পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন এলাকার সরলমনা মুসলমানদের ঈমান আক্বিদা নষ্ট করে তাদের কুফরি আক্বিদা ও মতবাদ প্রতিষ্ঠার কাজ করছে।
সালানা জলসা বন্ধের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে সকল স্থরের তৌহিদি জনতা অংশ নেয়।
উল্লেখ্য,আগামী ৩,৪,৫ মার্চ পঞ্চগড়ের আহমদনগরে কাদিয়ানীদের ন্যাশনাল সালানা জলসা অনুষ্ঠানের ঘোষণায়।কাদিয়ানীদের সালানা জলসা বন্ধে তৌহিদি জনতার এ কর্মসূচি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ভোগে পথচারী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ