Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় সড়কের পাশ থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ৩:৪৮ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ভোরে আশুলিয়ার মরাগাঙ্গ এলাকার বেড়িবাঁধের পাশ থেকে গুলিবিদ্ধ এ লাশটি উদ্ধার করে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল বলেন, শনিবার দিবাগত গভীর রাতে আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় গুলির শব্দ পেয়ে এলাকাবাসীর পুলিশকে অবহিত করে।
পরে ভোরে পুলিশ বেড়িবাঁধের উত্তর পাশে গুলিবিদ্ধ এক যুবককে লুঙ্গি পরিহিত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে সেখানে অন্য কোন লোককে তারা দেখতে পাননি। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরে লাশটির ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে।
তার পড়নে লুঙ্গি ও চেক শার্ট ছিল। উচ্চতা আনুমানিক সাড়ে ৫ফুট হবে। গায়ের রং শ্যামলা। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি।
ওসি ধারনা করছেন, কোন দূবৃত্তরা তাকে অন্যত্র থেকে ধরে এনে গুলি করে হত্যা পর লাশটি ফেলে যায়। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ