Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাণিজ্যিক ক্রসিং খুলে দিন : ইইউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী আনানেয়ার প্রধান বাণিজ্যিক ক্রসিং ‘কারেম শালোম’ বন্ধ করে দেয়ার জন্য ইসরাইলের কঠোর সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার ইইউ’র বাহ্যিক অ্যাকশন সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল তার এই সিদ্ধান্ত বাতিল করবে বলে ইউরোপীয় ইউনিয়ন প্রত্যাশা করে। সোমবার গাজার প্রধান এই বাণিজ্যিক ক্রসিংটি বন্ধ করে দেয়ার নির্দেশ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত চার মাস ধরে গাজা থেকে উড়ে আসা ঘুড়ি ও বেলুনে দক্ষিণ ইসরাইলে কয়েকশ’ একর জমির ফসল পুড়ে যাওয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরাইল এই সিদ্ধান্ত নিয়েছে বলে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, ইতিমধ্যে গাজার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ অবস্থায় পৌঁছেছে। ইসরাইলি এই সিদ্ধান্ত তাদের অবস্থাকে আরো ঝুঁকিতে ফেলে দেবে।’ কারেম শালোম গাজা ও ইসরাইলের মধ্যে একমাত্র পণ্যবাহী যান আসা-যাওয়ার একমাত্র ক্রসিং। গত ১১ বছর ধরে এই উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। মিশরও সিনাইয়ের রাফা সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। শুক্রবারের বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র মাজা কোসিজানসিক বলেন, ‘আগ্নেয় ঘুড়ি এবং বেলুন উড়ানো বন্ধ করাসহ ইসরাইলের বিরুদ্ধে উস্কানিমূলক সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য হামাস এবং অন্যান্যদের আহ্বান জানাচ্ছি।’ এতে বলা হয়, ‘আন্তঃফিলিস্তিন পুনর্মিলন এবং গাজার মানবিক ও অর্থনৈতিক অবস্থা উন্নত করা সহ উত্তেজনা প্রশমনে জাতিসংঘ ও অন্যান্য অংশীদারদের চলমান প্রচেষ্টাকে ইইউ সম্পূর্ণরূপে সমর্থন করে। এই বিষয়টির প্রতি জোর দেয়া এখন সব পক্ষের জন্য আবশ্যক।’ দ্য টাইমস অব ইসরাইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ