Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিগারেটের মূল্যবৃদ্ধিই ধূমপানের হার কমানোর জন্য যথেষ্ট নয়

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

আজ থেকে প্রায় ৪০ বছর আগে ধূমপানের ক্ষতিকর দিকগুলোর ভয়াবহতা সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছিল। কিন্তু আজো পৃথিবীতে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেনি। উন্নত দেশগুলোতে ধূমপানের হার কমলেও, উন্নয়নশীর এবং অনুন্নত দেশগুলোতে ধূমপানের হার বেড়েই চলেছে। পৃধিবীর ধূমপায়ী মোট জনসংখ্যার শতকরা ৮০ ভাগই স্বল্পোন্নত দেশের নাগরিক। বাংলাদেশ তার মধ্যে একটি। ডঐঙ-এর ২০১৬-র রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের একজন ব্যক্তি বছরে গড়ে ৭৪৪টি সিগারেট সেবন করেন। ধূমপান রোধে বাংলাদেশ সরকার কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ যেমন জনসাধারণের সামনে ধূমপানের জন্য জরিমানা, বিজ্ঞাপন প্রচারে বিধিনিষেধের ব্যবস্থা করলেও তা পরবর্তী সময়ে বাস্তবায়ন ও সফলতার মুখ দেখেনি। ধূমপান নামক বিষপান থেকে এদেশের জনসাধারণকে পরিত্রাণ করতে এখনই সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। জনসাধারণের সামনে এবং কর্মক্ষেত্রে ধূমপানের জন্য কঠোর আইন বাস্তবায়ন করতে হবে। এসব পণ্যের অনিয়ন্ত্রিত উৎপাদন এবং পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো নিষ্ঠাবান ও তত্পর হতে হবে। যেসব দেশ ধূমপানের হার কমাতে সফল হয়েছে তাদেরকে সরকার এ ব্যাপারে গাইড হিসেবে অনুসরণ করতে পারে।
শাকিল আহমেদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধূমপান

৪ নভেম্বর, ২০২২
১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন