Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরোক্ষ ধূমপান মারাত্মক ক্ষতিকর

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

ধূমপান নিঃসন্দেহে একটি খারাপ অভ্যাস। বাংলাদেশে প্রতিবছর হাজারো মানুষ এই ধূমপানের কারণে মৃত্যুবরণ করে থাকে। এরপরও দেশে ধূমপায়ীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা খুবই দুশ্চিন্তার। আমাদের দেশে তরুণ ও যুবক বয়সের নারী-পুরুষের মাঝে ধূমপানের অভ্যাস বেশি লক্ষ করা যায়। ধূমপায়ী ছেলেদের সংখ্যা বেশি হলেও মেয়েদের সংখ্যা-ও নেহাত কম নয়। সহজলভ্যতা ও কঠোর আইনের প্রয়োগ না থাকায় অধিকাংশ মানুষ প্রকাশ্যে, যানবাহনে ও পাবলিক প্লেসে ধূমপান করে থাকে। আর এসব ধূমপায়ীর কারণে পরোক্ষভাবে আরো হাজারো মানুষ ধূমপান না করেও আক্রান্ত হচ্ছে বড় ধরনের রোগে। বাড়ছে তাদের স্বাস্থ্যঝুঁকি। পরোক্ষ ধূমপান হৃদপিন্ড ও রক্তনালীর নানা রোগ সৃষ্টি করে। বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৫ হাজার মানুষ পরোক্ষ ধূমপানের কারণে মৃত্যুবরণ করে থাকে। অধূমপায়ী যারা বাড়িতে বা কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসে তাদের হৃদরোগ হওয়ার ঝুঁকি ২৫-৩০% বৃদ্ধি পায় এবং স্ট্রোকের ঝুঁকি ২০-৩০% বাড়িয়ে দেয়। তাই পাবলিক প্লেস, গণপরিবহন অথবা রাস্তাঘাটে ধূমপান করা থেকে বিরত থাকুন।

ইমরান খান রাজ
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরোক্ষ ধূমপান মারাত্মক ক্ষতিকর
আরও পড়ুন