Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

চীনে নিহত ১৯
ইনকিলাব ডেস্ক : চীনের সিচুয়ান প্রদেশের একটি ইন্ডাস্টিয়াল পার্কের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। জিয়াং এলাকার কর্তৃপক্ষ জানায়, ইবিন হেংড়া টেকনোলজি পরিচালিত একটি কেমিক্যাল প্ল্যান্টে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। চীনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো থেকে দেখা যায় ওখান থেকে প্রচুর কালো ধোয়া উঠছে। তবে কি কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। সরকার জানিয়েছে, বিস্ফোরণের কারণ বের করার জন্য তদন্ত শুরু হয়েছে। বিবিসি।
কায়রোয় বিস্ফোরণ
ইনকিলাব ডেস্ক : মিসরে কায়রো বিমানবন্দরের সন্নিকটে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। সেনা মুখপাত্র বলেন, জ্বালানি সংরক্ষণ কেন্দ্রে উচ্চ তাপমাত্রার কারণে এই বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট আওয়াজে বিস্ফোরণ হয়েছিল এবং অনেক দূর থেকে এই ধোঁয়া দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো থেকে দেখা যায়, হেলিওপলিস জেলা থেকে ধোঁয়া ও আগুন উঠতে দেখা যাচ্ছে। দেশটির বিমান মন্ত্রী ইউনিস আল মাসরি বলেন, কোনরকম বিমান চলাচল বিঘিœত হয়নি। বিবিসি।
তুর্কি নারী মুক্ত
ইনকিলাব ডেস্ক : ‘অর্থ ও পণ্য পাচারে’ ফিলিস্তিনি জাতিমুক্তি আন্দোলনের সংগঠন হামাসকে সহায়তার অভিযোগে আটক তুর্কি পর্যটক এব্রু ওজকানকে জামিনে মুক্তি দিয়েছে ইসরাইল। তবে ওই নারীর ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি পাসপোর্টও জব্দ করা হয়েছে। গ্রেফতার নারীর আইনজীবী ওমার খামাইসা বলেন, ইসরাইলি সামরিক আইনজীবী বুধবার তার জামিন ঠেকানোর চেষ্টা করেন। তবে আদালত তার আপত্তি খারিজ করে দিয়েছে। মিডলইস্ট মনিটর।
বিচার মুলতবী
ইনকিলাব ডেস্ক : মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে গুপ্তহত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার ২৯২ জনের বিচার মুলতুবী ঘোষণা করেছে দেশটির একটি সামরিক আদালত। মুলতবী শেষে আগামী ১৮ জুলাই আদালতে আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মিসরের উত্তর-পূর্বাঞ্চলের শহর আরিসের একটি হোটেলে হামলা চালিয়ে বিচারকদের হত্যার অভিযোগ আনা হয়েছে। ওই হোটেলে থেকে বিচারকরা ২০১৫ সালের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছিলেন। ওই হামলায় দুইজন বিচারক, চারজন পুলিশ ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন। ২০১৫ সালের নির্বাচনে আল সিসি নির্বাচিত হন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ