Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

বাজাজ মোটরসাইকেল ও থ্রি হুইলারের আসল পার্টস আনল রানার ট্রেডপার্ক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

ব্যস্ততম রাজধানীসহ দেশের তৃণমূলেও চলাচলের সহযোগী বন্ধু হিসেবে মোটরসাইকেল ও থ্রি হুইলার মানুষের যোগাযোগের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে ভূমিকা রাখছে। কিন্তু এ বাহনটির পরিচর্যা কিংবা যন্ত্রাংশ পরিবর্তনে প্রচলিত বাজারে কিছু অসুবিধা আছে। যেমন- অনেকে নকল পার্টস কিনে প্রতারিত হন, ভালো সেবা থেকে বঞ্চিত হন। এতে প্রিয় বাহনের আয়ু কমতে থাকে। বাজাজ মোটরসাইকল, এলপিজি ও ডিজেলচালিত থ্রি হুইলারের ভোক্তাদের সুবিধার কথা বিবেচনা করে তাদের উন্নত মানের সেবা দিতে এবার এগিয়ে এসেছে রানার গ্রুপ। এই গ্রুপের সাবডিসিয়ারি কম্পানি রানার ট্রেড পার্ক লিমিটেড বাজাজ মোটরসাইকেল এবং এলপিজি ও ডিজেলচালিত থ্রিহুইলারের আসল পার্টস বাংলাদেশে বাজারজাতকরণের দায়িত্ব পেয়েছে। বাজাজ এবং রানার অটোমোবাইলসের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ক্রমেই গভীর ও সুদৃড় হচ্ছে। বাজাজের এলপিজি ও ডিজেল চালিত থ্রি হুইলার বাজারজাতকরণের জন্য রানার গ্রুপকে ব্যবসায়িক পার্টনার হিসেবে বেছে নেওয়ার মধ্যে দিয়ে সেই সম্পর্কের সূচনা হয়। এবার রানার অটোমোবাইলসকে বাজাজ মোটরসাইকেল ও এবং বাজাজা আরই থ্রি হুইলারের খুচরা আসল যন্ত্রাংশ বাংলাদেশের বাজারে সরবরাহের জন্য নির্বাচিত করেছে ভারতের শীর্ষ এই অটোমেটিভ ব্র্যান্ড। এ জন্য গত ফেব্রুয়ারি মাসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়। চুক্তির আওতায় রানার ট্রেড পার্ক লিমিটেডের মাধ্যমে দেশব্যাপী রানারের বিক্রয় নেটওয়ার্কের মাধ্যমে ভোক্তাদের দ্বোরগোড়ায় বাজাজের আসল পার্টস পাওয়া যাবে। এরই মধ্যে রানারের ওয়ারহাইজে এসব পার্টস এসে গেছে। রানার গ্রপ অফ কম্পানিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘রানার এবং বাজাজ বাংলাদেশে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছে। ভারতের শীর্ষ এই অটোমেটিভ ব্র্যান্ডের সঙ্গে বাংলাদেশের শীর্ষ অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং ব্র্যন্ডের এই সম্পর্ক উভয় প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে। এদেশের রাস্তায় ১০ লাখের বোশি মোটরসাইকেল ও থ্রিহুইলার চলাচল করে যেখানে উন্নত মানের বিক্রয়োত্তর সেবায় আসল পার্টসের প্রচুর চাহিদা রয়েছে। রানার ট্রেড পার্ক লিমিটেড সেই চাহিদা পূরণে সর্বাত্তক চেষ্টা করবে।’ বাজাজ অটো লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস মনিষ সিং রাঠোর বলেন, ‘বাজাজের বিস্বস্ত ব্যবসায়িক পার্টনার হিসেবে রানার তাদের সক্ষমতা, পেশাদারিত্ব এবং উদ্ভাবনী নানা উদ্যোগের মাধ্যমে বাজাজ মোটরসাইকেল এবং আরই থ্রি হুইলারের আসল পার্টস সারা বাংলাদেশে পৌছে দেবে। বাজাজের ভোক্তারা এখন থেকে আরো সহজে হাতের নাগালেই পাবেন আসল পার্টস।’



 

Show all comments
  • Sanjibbiswas ১৪ অক্টোবর, ২০১৯, ২:৪৭ পিএম says : 0
    Amar CDI coyal 1p Darkar
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোটরসাইকেল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ