পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
গাজা ও পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে অবৈধভাবে বসতি গড়ে তোলা ইহুদিদের হাতে অস্ত্র তুলে দিতে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অস্ত্র দেয়ার আগে তাদের সবাইকে প্রশিক্ষণ দেয়া হবে। বর্তমানে পুলিশ ও সেনাসদস্য ছাড়াও প্রায় দেড় লাখ সাধারণ ইসরাইলি নাগরিকের কাছে লাইসেন্স করা অস্ত্র আছে। ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ডানপন্থী দল লিকুদ পার্টির এমপি আমির ওহানা ফিলিস্থিনিদের ঘরে ফেরার আন্দোলনকে ‘সন্ত্রাসী ঘটনা’ উল্লেখ করে এটি বন্ধে নিরাপত্তা বাহিনীদের সহায়তা করতে সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দিতে সরকারের কাছে জোরালো আবেদন জানান। আনাদোলু, হারেৎজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।