Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দানব কুমিরটি ধরা পড়েছে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 অবশেষে ৬শ’ কেজি ওজনের দানব কুমিরটি ধরা পড়ল ৮ বছর পর। অস্ট্রেলিয়ার বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলেন, ২০১০ সালে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের ক্যাথরিন নদীতে ১৫ ফুটের কুমিরটি আছে বলে তথ্য পাওয়া যায়। এরপর থেকে কুমিরটিকে আটক করার জন্য একের পর এক ফাঁদ পাতা শুরু হয়। বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তারা বলছেন, কুমিরটির বয়স ৬০ বছর। বন্য প্রাণীবিষয়ক এক কর্মকর্তা জন ব্রুক বলেন, কুমিরটিকে ধরতে অনেক সরঞ্জাম আনা হয়। বয়স্ক প্রাণীটিকে খুবই যতœসহকারে আটক করা হয়। নর্দার্ন টেরিটরি বন্য প্রাণী পরিচালনাবিষয়ক প্রধান ট্রেসি ডালডিগ বলেন, নিরাপত্তার কারণে কুমিরটিকে আলাদা রাখা হয়েছে। ডালডিগ এক বিবৃতিতে জানান, বন্য প্রাণী পরিচালনা দল ক্যাথরিন নদী থেকে এর আগে এত বড় প্রাণী ধরেনি। বন্য প্রাণীবিষয়ক রেঞ্জাররা প্রতিবছর গড়ে ২৫০টির মতো কুমির ধরে, যেগুলো সমস্যা করে থাকে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দানব

২৬ নভেম্বর, ২০২১
২৮ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ