Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়েসের দানবীয় ব্যাটে আইরিশদের রক্ষা

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : এডমন্ড জয়েসের ক্যারিয়ার সেরা অপরাজিত ১৬০* রানের (১৪৮ বলে) কল্যাণে সিরিজ হার এড়িয়েছে আয়ারল্যান্ড। ১৯টি চার ও ৩টি ছক্কায় সমৃদ্ধ জয়সের ইনিংসটি কোন আইরিশ ব্যাটসম্যানের দ্বিতীয় সেরা ওয়ানডে ইনিংস এবং আইসিসির সহযোগি দেশগুলোর মধ্যে তৃতীয়। আফগানিস্তানের বিপক্ষে আইরিশদের এই জয়টি ছিল ১২ রানের। পরশু বেলফাস্টে সিরিজে প্রথমবারের মত প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ রানে ২ উইকেট হারায় আইরিশরা। এরপর গ্যারি উইলসনকে সাথে নিয়ে ১৩৪ রানের জুটি গড়েন জয়েস। উইলসন ৫৮ ফেরেন রান করে। শেষ পর্যন্ত ৫ উইকেট ২৬৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে নির্ধারীত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৫৩। ২৭ রানে ৩ ও ১১৯ রানে ৬ উইকেট হারানোর পরও আফগানরা এই রান সংগ্রহ করে সপ্তম উইকেট জুটিতে রশিদ খান (৪০) ও নজিবুল্লাহ জদরানের (৫৪) গড়া ৯৩ রানের (১৩.৩ ওভারে) জুটির কল্যাণে। কেভিনো ও’ব্রেইন নেন ৩ উইকেট। এই জয়ে ২-২ ব্যাবধানে সিরিজ নিস্পত্তি করল আইরিশরা। ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়েসের দানবীয় ব্যাটে আইরিশদের রক্ষা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ