Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভৈরবে মসজিদের দানবাক্স চুরি

ভৈরব (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

ভৈরব পৌর কবরস্থান মসজিদের তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল ও দানবাক্স চুরি হয়েছে। বুধবার গভীর রাতে এঘটনা ঘটেছে বলে জানান মসজিদের ইমাম হাফেজ মো. মুজিবুর রহমান। চুরি হওয়া মালামালের তালিকা করে পৌর মেয়র এড. ফখরুল আলম আক্কাছের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছে মসজিদের ইমাম। জানাগেছে, মসজিদের ইমাম বুধবার সকাল ৭টার দিকে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুনসহ করব জিয়ারত করতে এসে দেখেন মসজিদের কলাপসিবল গেইটের তালা ভাঙ্গা। সে জানায়, অজ্ঞাত চোর চক্রের সদস্যরা মঙ্গলবার রাতে কোন এক সময় তালা ভেঙ্গে মসজিদের একটি আইপিএস, সৌর বিদ্যুতের ব্যাটারি, ২টি সানগান লাইট, ক্যাবল, ঘড়ি, মাইক্রোফোন, কবর কুঁড়ার ৩টি কোদাল, ৩টি খুন্তি, ৪টি চেনি, বালতি, বোলসহ কবরস্থানের তত্তাবধানকারী মো: ছগির মিয়ার ১৭টি নতুন লুঙ্গি ও মসজিদের দানবক্স চুরি করে নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দানবাক্স চুরি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ