Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি পালিত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির প্রতীকি অনশন পালিত হয়েছে। অনশন কর্মসূচিতে মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে। অনশন কর্মসূচি শেষে ডা. শাহাদাত হোসেন ও আবু সুফিয়ানের মুখে ফলের জুস তুলে দিয়ে অনশন ভঙ্গ করান বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী। এতে নগর বিএনপি নেতা এম এ আজিজ, মো: মিয়া ভোলা, জয়নাল আবেদীন জিয়া, সবুক্তগীন সিদ্দিকী মক্কী, সৈয়দ আহামদ, ইকবাল চৌধুরী, প্রমুখ বক্তব্য রাখেন।
ময়মনসিংহ ব্যুরো জানায়, ময়মনসিংহে অনশন কর্মসূচি পালন করেছে দক্ষিণ জেলা বিএনপি। অনশন শেষে দক্ষিণ জেলা যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন রাসু(৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, শহর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ প্রমুখ।
বিশেষ সংবাদদাতা , বগুড়া থেকে জানান, গণঅনশন কর্মসূচী পালন করেছে বগুড়া জেলা বিএনপি
বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে গণঅনশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ শোকরানাসহ প্রমুখ ।
দিনাজপুর অফিস জানায়, বেগম দিনাজপুরে বিএনপির নেতাকর্মীরা পুলিশী প্রহরায় প্রতীকি অনশন কর্মসূচি পালন করেছেন। এসময় জেলা বিএনপির আহŸায়ক রেজওয়ানুল হক, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁয় মুক্তির মোড় নওযোয়ান মাঠের সামনে অনশন কর্মসূচি পালন করে জেলা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন, চেয়ারপার্সন উপদেষ্টা লে. কর্ণেল আব্দুল লতিফ, জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ প্রমুখ।
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জে বিএনপি প্রতীকি অনশন কর্মস‚চি পালিত হয়েছে। জেলা বিএনপিসাধারণ সম্পাদক মামুন মাহমুদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির জেলা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা মহিলা দলের সভাপতি নুরুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক রহিমা শরীফ মায়াসহ প্রমুখ।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোর জেলা বিএনপি প্রতীকি অনশন কর্মসূচি পালন করেছে। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক আমিনুল হকসহ নেতা-কর্মীরা।
স্টাফ রিপোর্টার রাঙামাটি থেকে জানান, পার্বত্য জেলা রাঙামাটিতেও প্রতীকি অনশন কর্মসূচি পালন করেছে রাঙামাটি বিএনপি নেতাকর্মীরা। জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপিসাধারণ সম্পাদক দীপেন তালুকদারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরে প্রতীকি অনশন পুলিশের বাধার মুখে পন্ড হয়ে যায়। এসময় ফরিদপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ পারভেজ, সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেরস আলী ইছা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা বাধ্য হয়ে অনশন বাতিল করে এলাকা ত্যাগ করেন।
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান, জয়পুরহাটে প্রতীকি অনশন কর্মসূচি করেছে বিএনপি । এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাফিজার রহমান পলাশসহ প্রমূখ।
মেহেরপুর জেলা সংবাদদাতা জানান, প্রতীকি অনশন করছে মেহেরপুর জেলা বিএনপি। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ। জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেনসহ বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেয়।
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, প্রতীকি অনশন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক আহŸায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খাঁনসহ প্রমুখ।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, প্রতীকি অনশন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। টাঙ্গাইল জেলা বিএনপির প্রচার সম্পাদক একেএম মনিরুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপিসাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, প্রতীকি অনশন কর্মসূচি পালন করছে ঝালকাঠি জেলা বিএনপি। অনশন চলাকালে বক্তব্য রাখেন সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি।
শ্রীনগর, (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জে জেলা বিএনপি প্রতীকি অনশন কর্মসূচি পালন করেছে। মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়া উপদেষ্ঠা আব্দুল হাইয়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুসসহ প্রমুখ।
গোয়ালন্দ ( রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীতে অনশন করেছে ছাত্রদল রাজবাড়ী জেলা শাখা।এসময় ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার সিনিয়ার সহ সভাপতি আরিফুল ইসলাম সহ ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, প্রতীকি অনশন পালন করেছে উপজেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুকসহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ