Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ১৩৭

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। গত রোববার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে। ডিএমপির এসি (মিডিয়া) সুমন কান্তি চৌধুরী জানান, রাজধানীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫৪৯ পিস ইয়াবা, ৩ কেজি ২৪০ গ্রাম গাঁজা, ৪৬৭ গ্রাম ২১শ’ ৫০ পুরিয়া হেরোইন ও ১৫শ’ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ৫৪টি মামলা করা হয়েছে। সুমন কান্তি চৌধুরী আরো জানান, রোববার রাতে হাজারীবাগ এলাকার গনকটুলী সিটি কলোনি, বাড্ডানগর, ভাগলপুর, কোম্পানিঘাট, হাজারীবাগ পার্ক ও আশপাশের এলাকা থেকে বিভিন্ন মাদক দ্রব্যসহ ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানী

১৩ ডিসেম্বর, ২০২২
১৭ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ