বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার দৌলতপুরে ১২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলার হোসেনাবাদ বাজারের সরকারী খাস জমিতে তহহাটের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠলে তা উচ্ছেদ করে প্রশাসন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চলা উচ্ছেদ অভিযানে ১২৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, সরকারী খাস জমিতে গড়ে ওঠা তহহাটের জায়গা স্থানীয়রা অবৈধভাবে দখল করে সেখানে অবৈধ স্থাপনা নির্মান করলে তহহাটের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়ে। এতে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। যারফলে এ উচেছদ অভিযান চালানো হয়। এ অভিযানে প্রায় ১২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।