Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্রিম কোর্টের আইনজীবী মুনীর শরীফের ইন্তেকাল

স্টাফ রিপোটার : | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১২:০৭ এএম

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মো: মুনীর শরীফ ইন্তেকাল করেছেন। ইন্না র্লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার সকালে সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যতে শোক প্রকাশ করেছেন সুপ্রিম কোট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। মুনীর শরীফের বাবা শাহ মোহাম্মদ শরীফও একজন আইনজীবী ছিলেন। শাহ মোহাম্মদ শরীফ ১৯৭৭-৭৮ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এবং ৮৮-৮৯ সেশনে সহ-সভাপতি ছিলেন। ১৯৭১ সালের ১২ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন এ আইনজীবী। তবে তার পৈত্রিক নিবাস ভোলা জেলায়।
ঢাকার মুসলিম হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন তিনি। ১৯৯৭ সালে বার কাউন্সিলের সনদ নিয়ে আইন পেশা শুরু করে ১৯৯৯ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৮ সালে আপিল বিভাগের আইনজীবী হন। মৃত্যুকালে মুনীর শরীফের স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ