মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জন্মহার বাড়াতে দ. কোরিয়ায় অফিসের কর্মীদের সাপ্তাহিক কর্মঘণ্টা কমিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। সপ্তাহে ৬৮ ঘণ্টার পরিবর্তে এখন থেকে দেশটির কর্মীরা ৫২ ঘণ্টা কাজ করবেন। ফলে এখন থেকে ১৬ ঘণ্টা সময় বেশি ছুটি পাবেন তারা। স্বাস্থ্যের প্রতি দৃষ্টি দেওয়া, অবসাদ কাটানো ও জন্মহার বাড়ানোর জন্য এ নিয়ম জারি করেছে দেশটি। ১ জুলাই থেকে ও নিয়ম চালু হয়েছে। এখন থেকে ৬৮ ঘণ্টার বদলে ৫২ ঘণ্টা কাজ করবেন দেশটির কর্মীরা। অপর এক খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হাজার হাজার নারী বিক্ষোভে অংশ নিয়েছেন। লুকানো ক্যামেরায় পর্নোগ্রাফির বিরুদ্ধে শনিবার ওই নারীরা বিক্ষোভ করেন। এটাই দেশটির নারীদের সবচেয়ে বড় বিক্ষোভ। এর আগে কখনও এত নারী এক সঙ্গে বিক্ষোভে অংশ নেয়নি। অপরাধীরা নারীদের অজান্তেই পাবলিক প্লেসে লুকানো ক্যামেরা দিয়ে নারীদের ছবি ধারণ করে থাকে। পরে অনলাইনে এসব ছবি শেয়ার করা হয়। যদিও দক্ষিণ কোরিয়ায় পর্নোগ্রাফির ছবি বা ভিডিও শেয়ার করা অবৈধ। বিক্ষোভ সমাবেশের আয়োজকরা জানিয়েছেন, যে কোন সময় নিজেদের অজান্তেই পর্নোগ্রাফির ভিডিও বা ছবির বিষয়বস্তু হয়ে যেতে পারেন এমন আতঙ্কে রয়েছেন নারীরা। ‘আমার জীবন তোমার পর্নোগ্রাফির বিষয় নয়’ এমন প্ল্যাকার্ড এবং ব্যানার লিখে বিক্ষোভে অংশ নেন নারীরা। নারীদের দাবী যারা এ ধরনের ভিডিও বানাচ্ছে, যারা এগুলো আপলোড দিচ্ছে এবং যারা দেখছে তাদের সবার শাস্তি হওয়া উচিত। নারীরা মুখোশ, টুপি এবং সানগøাস পরে বিক্ষোভে অংশ নেন। আন্দোলনকারীরা বলছেন, প্রায় ৫৫ হাজার নারী বিক্ষোভে অংশ নিয়েছেন। তবে পুলিশ বলছে বিক্ষোভে অংশ নিয়েছেন ২০ হাজার নারী। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।