মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রর সাবেক কংগ্রেসম্যান এবং প্রেসিডেন্ট প্রার্থী রন পল বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে নিয়ে তার দেশ একই ভুলের পুনরাবৃত্তি করছে। তিনি বলেন, ১৯৫৩ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থান ও কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খাল্ক সংস্থা বা এমকেওকে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা ছিল যুক্তরাষ্ট্রর জন্য বড় রকমের ভুল। রন পল বলেন, “এমকেও ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করছে তার অর্থ হচ্ছে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সউদী আরব সেখানে কাজ করছে।” শনিবার লিবার্টি রিপোর্ট শো নামে একটি অনুষ্ঠানে রন পল এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, সন্ত্রাসী এই গোষ্ঠী বিভিন্ন দেশের সরকারের সমর্থন পাচ্ছে। রন পল জানান, এমকেও সন্ত্রাসীরা প্রায়ই তার ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে এবং পাঠকদের তারা স্মরণ করিয়ে দেয় যে, ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেইনের বাথ পার্টির সঙ্গে তাদের যোগাযোগ ছিল। অনুষ্ঠানে দেয়া বক্তৃতার শেষ পর্যায়ে রন পল বলেন, ১৯৮৮ সালে পারস্য উপসাগরের ওপর মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইরানের যে বেসামরিক বিমান ভূপাতিত করেছিল ইরানি জনগণ তা কখনো ভুলে যাবে না। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।