বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে একটি শ্রমিক কলোনিতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে কলোনির সবাইকে জিম্মি করে নগদ টাকা, অটোরিকশা নিয়ে যায়। এছাড়া এক নারীকে ধর্ষণ ও আরেকজনের ধর্ষণের চেষ্টা করেছে।
রবিবার ভোর রাত চার টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় একটি ভাড়া বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া ওই পরিবারের সদস্যরা জানায়, ভোর রাতে ১০/১২ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে চারটি পরিবারের পুরুষদের সবাইকে একটি ঘরে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে রাখে। এসময় ডাকাতরা ওই চারটি পরিবার থেকে নগদ ৫০ হাজার টাকা, তিনটি অটোরিকশা, টেলিভিশন, বেশ কয়েকটি মোবাইল ফোন লুট করে।
এসময় ডাকাতি করতে বাধা দেওয়ায় এক নারীকে (১৯) ধর্ষণ করে ও আরেক পোশাক শ্রমিককে (২৭) ধর্ষণের চেষ্টা করে।
এদিকে ডাকাতরা চলে যাওয়ার সময় ওই চারটি পরিবারের আটজনকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি ঔষধ ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, ধর্ষণের বিষয়টি এখনও কেউ বলেনি। তবে অটো রিকসা চুরি হয়েছে। ঘটনাস্থলে পুলিশের দুটি টিম রয়েছে বলেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।