মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মধ্যপ্রাচ্যভিত্তিক জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক একটি দলের সদস্যরা ফিলিপাইনের একটি শহর দখলে নেয়ার ১২ ঘণ্টা পর তা পুনর্দখল করেছে দেশটির সেনাবাহিনী। শহরজুড়ে বিস্তৃত এই যুদ্ধে অন্তত ৪ জন নিহত হয়েছে বলে ফিলিপাইনের সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আইএসপন্থি জঙ্গিদের নিয়ে ফিলিপাইনর প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের হুঁশিয়ারির মধ্যেই দাতু পাগলাস শহরকে ঘিরে দুই পক্ষের এ মুখোমুখি লড়াই হল। আইএসপন্থি অবশিষ্ট জঙ্গিদের সদস্য সংগ্রহ কার্যক্রম এখনো চলছে, তারা দক্ষিণের বেশ কয়েকটি শহর দখল করে স্বাধীন ও আলাদা একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ছক আঁটছেন বলে দুতার্তে বারবারই বলে আসছিলেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।