Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২ ঘণ্টা পর শহর পুনর্দখল করেছে ফিলিপাইন বাহিনী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 মধ্যপ্রাচ্যভিত্তিক জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক একটি দলের সদস্যরা ফিলিপাইনের একটি শহর দখলে নেয়ার ১২ ঘণ্টা পর তা পুনর্দখল করেছে দেশটির সেনাবাহিনী। শহরজুড়ে বিস্তৃত এই যুদ্ধে অন্তত ৪ জন নিহত হয়েছে বলে ফিলিপাইনের সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আইএসপন্থি জঙ্গিদের নিয়ে ফিলিপাইনর প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের হুঁশিয়ারির মধ্যেই দাতু পাগলাস শহরকে ঘিরে দুই পক্ষের এ মুখোমুখি লড়াই হল। আইএসপন্থি অবশিষ্ট জঙ্গিদের সদস্য সংগ্রহ কার্যক্রম এখনো চলছে, তারা দক্ষিণের বেশ কয়েকটি শহর দখল করে স্বাধীন ও আলাদা একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ছক আঁটছেন বলে দুতার্তে বারবারই বলে আসছিলেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ