Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্তণ্ডের দোর্দণ্ডে কানাডা কুপোকাত, নিহত ৩৩

টুইটে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ট্রুডো

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

প্রচণ্ড মার্তণ্ডের দোর্দণ্ডে কানাডা কুপোকাত হয়েছে। এতে ৩৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও তা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কানাডার পূর্বাঞ্চলীয় কুইবেক প্রদেশে শুরু হওয়া তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। গত শুক্রবার প্রদেশটির দক্ষিণাঞ্চলে তাপমাত্রা পৌঁছায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। তাপপ্রবাহের সঙ্গে থাকা উচ্চ আর্দ্রতার কারণে প্রতিদিনই বাড়ছে জীবহানির সংখ্যা। প্রদেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, তাপপ্রবাহের বিশেষ করে তরুণ, বয়স্ক ও দুর্বলদের জন্য প্রাণঘাতী হতে পারে। সরকারি কর্মকর্তা মাইলেনি দ্রæয়িন কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজকে বলেছেন, ‘মন্ট্রিলে যারা মারা গেছেন তাদের হয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছিল না আর না হয় আগে থেকেই তারা শারীরিক দুর্বলতায় ভুগছিলেন।’ এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘তাপপ্রবাহের কারণে কুইবেকে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। ধারণা করা হচ্ছে কেন্দ্রীয় আর পূর্বাঞ্চলীয় কানাডায় তাপমাতা রেকর্ড গড়া অব্যাহত রাখবে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তাপপ্রবাহের কারণে বুধবার ১৭জনের মৃত্যুর খবর দেয়া হয় আর বৃহস্পতিবার এই সপ্তাহে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৩ জনে। বাসিন্দাদের ছায়াঘেরা স্থানে থাকার পাশাপাশি প্রচুর পানি পানের পরামর্শ দিয়েছে সেখানকার কর্মকর্তারা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র তাপপ্রবাহ প্রত্যক্ষ করছে কুইবেক। কুইবেকের রাজধানী মন্ট্রিলের পুকুর আর শীতাতপ নিয়ন্ত্রিত জায়গাগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রয়র্টাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ