মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কানাডার মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে বিরাজমান চরমভাবাপন্ন আবহাওয়া পরিস্থিতির মধ্যে ওই এলাকার মন্ট্রিয়ল শহরে গরমে ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। সরকারি স্বাস্থ্য তথ্যকেন্দ্রগুলোতে দাবদাহ সংক্রান্ত কল ও অ্যাম্বুলেন্সের জন্য কল আসতে থাকায় মন্ট্রিয়ল নগর কর্তৃপক্ষ প্রতিক্রিয়ার মাত্রা ‘সতর্কতা’ থেকে ‘হস্তক্ষেপ’ এ উন্নিত করেছে। মৃত্যুবরণকারীদের বেশিরভাগই একা থাকতেন এবং তাদের ঘরে শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন মন্ট্রিয়লের জনস্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডেভিড কাইজার। অপর দিকে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি সড়কে গলিত বিটুমিনের কারণে উঠে আসা পিচ টায়ারের সঙ্গে লেপ্টে যাওয়ায় অনেক চালকই তাদের গাড়ি রাস্তায় ফেলে রেখে যেতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবারের এ ঘটনায় সর্বোচ্চ ৫০ জন চালক ও যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে। যে সড়কে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কেয়ার্নস শহরের দক্ষিণে আথারটন টেবলল্যান্ডসে অবস্থিত বলে জানিয়েছে বিবিসি। অভাবিত এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় মেয়র জো পারোনেলা। তিনি বলেন, “আমি এরকমটা কখনোই দেখিনি। রয়টার্স, এবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।