Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটখিলে ৯ দোকান পুড়ে ছাই

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৮ এএম

গত বুধবার গভীর রাতে নোয়াখালী জেলার চাটখিল পৌর শহরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান মালামাল সহ পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকানদার মালিকরা জানান। খবর পেয়ে সোনাইমুড়ি ও রামগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।
বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১ টার সময় মৌসুমী গার্মেন্টস থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে করে মৌসুমী গার্মেন্টস, লাইফ কেয়ার (ঔষধের দোকান), রনি গার্মেন্টস, রাজ্জাকপুর ট্রেডার্স, ইত্যাদি ষ্টোর, চৌধুরী ষ্টোর, মানিক মোল্লা ষ্টোর, ফ্যাশন প্লাস, থ্রীÑপিচ মেলা মালামাল সহ ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে সোনাইমুড়ি ও রামগঞ্জ ফায়ার সার্ভিস এতে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুড়ে ছাই

১২ ফেব্রুয়ারি, ২০২২
১৭ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ