Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

এ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে -ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা জনগণের কল্যাণ ও ভোটাধিকার ফিরিয়ে দেয়ার রাজনীতি করছি। তিনি বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য, যে রাজনীতিতে মানুষের কল্যাণ নেই, জনমনে সংশয় ও শঙ্কা সৃষ্টি করে, সেই রাজনীতি কারো কাম্য নয়। কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর সরকার দলীয় ক্যাডারদের নির্মম নির্যাতন বিবেককে নাড়িয়ে তুলছে। এমন বর্বরতা কোন সভ্য সমাজে চলতে পারে না।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির ঈদ পূনর্মিলনী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক আলহাজ আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সমন্বয়কারী মুহাম্মদ সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গাজীপুর সিটি নির্বাচনের পর জাতীয় নির্বাচন নিয়ে দেশবাসির মধ্যে শঙ্কা বেড়ে গেছে। বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ ও পুতুল হিসেবে পরিচয় দিয়েছে। তাই সংবিধানে তত্ত¡াবধায়ক সরকারের বিল পুনরায় সংযোজন করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী আন্দোলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ