Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গ সফরে চীনা সামরিক প্রতিনিধি দল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

চীনের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল দুই দিনের সফরে মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এসেছে। সফরকালে দলটি উত্তর ভারতের সুকনায় ভারতীয় সেনাবাহিনীর ৩৩তম কোরের সদর দফরে প্রতিপক্ষের সঙ্গে মতবিনিময় করবেন বলে কথা রয়েছে। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এ কথা জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স¤প্রতি উহানে অনানুষ্ঠানিক বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন। তারই প্রেক্ষাপটে সামরিক প্রতিনিধি দলের এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে প্রতিরক্ষা মুখপাত্র উইং কমান্ডার এস এস বিরদি জানিয়েছেন। এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে কারণ ভারত-চীন-ভুটান ট্রাইজাংশনের কাছে এই ৩৩তম কোরের অবস্থান। গতবছর দোকলাম এলাকায় চীনা সেনাবাহিনী সড়ক নির্মাণ করতে গেলে ভারতীয় বাহিনী সীমান্ত অতিক্রম করে গিয়ে নির্মাণ কাজে বাধা দেয়। ভুটানও স্থানটি দাবি করছে। ভুটানের হয়ে ভারতীয় সেনারা দোকলামে গিয়েছিলো বলে উল্লেখ করা হয়। এই ঘটনার জের ধরে ৭৩ দুই দেশের মধ্যে দিন অচলাবস্থা চলে। গত বছরের ২৮ আগস্ট এই অচলাবস্থা নিরসন হয়। ১০ সদস্যের চীনা প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের ডেপুটি কমান্ডার লে. জোনারেল লিউ শিয়াওউ। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ