Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাইফার মৃত্যু মেডিক্যাল মার্ডার?

চট্টগ্রামে সম্পাদক-সাংবাদিক নেতাদের বৈঠক

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 অনুমোদনবিহীন ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য অধিদফতরের তদন্ত টিমের প্রতিবেদন এখন স্বাস্থ্য মন্ত্রীর টেবিলে। এ ব্যাপারে মন্ত্রী মোহাম্মদ নাসিম খুব শিগগির ব্যবস্থা নিবেন বলে স্বাস্থ্য বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন। গত শুক্রবার নগরীর মেহেদিবাগের ম্যাক্স হাসপাতালে ‘ভুল’ চিকিৎসায় মারা যায় আড়াই বছরের শিশু রাইফা খান।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) কাজী মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি ঢাকায় ফিরে গিয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে ম্যাক্স হাসপাতাল পরিচালনায় কোন ধরনের সরকারী অনুমোদন নেই বলে নিশ্চিত হয়েছে তদন্ত কমিটি।
এদিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের অপর তদন্ত কমিটিও হাসপাতাল পরিচালনার মতো বৈধ কোন কাগজপত্র পাননি বলে জানিয়েছেন কমিটির একজন সদস্য। কমিটির প্রধান ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, আগামীকালের মধ্যেই প্রতিবেদন জমা দেয়া হবে।
অপরদিকে রাইফা খানের মৃত্যুর প্রতিবাদে সাংবাদিকদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন চট্টগ্রামের বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে সম্পাদকবৃন্দের বৈঠকে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন আনার কথা বলেছেন তারা। বৈঠক থেকে রাইফার এ মৃত্যু মেডিকেল মার্ডার কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়। দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী বলেন, ম্যাক্স হাসপাতাল থেকে শিশু রাইফার লাশ বের হয়ে বাবার হাতে দেখে আমি পাথর, স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে যাই। যারা ইচ্ছা ও অনিচ্ছাকৃতভাবে এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার চাই।
বৈঠকে দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ ও পূর্বদেশ পত্রিকার সম্পাদক মজিবুর রহমান উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ প্রমুখ।
শিশু রাইফাকে ভুল চিকিৎসার মাধ্যমে হত্যার অভিযোগ এনে এর সাথে জড়িত চিকিৎসকের শাস্তির দাবিতে গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক-জনতার এক সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভুল ও অপচিকিৎসার শিকার অনেকে এতে বক্তব্য রাখেন। চট্টগ্রাম ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট আ্যাসেসিয়েশন, নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েল ফেয়ার সোসাইটি (নিউজ)সহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্ডার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ