Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

থ্রি মার্ডার মামলার মূলহোতা গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ১২:০৪ এএম

তিন হত্যা মামলার আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা সিআইডি পুলিশ। গতকাল সকালে নারায়ণগঞ্জ জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা মো. তাহের। তিনি জানান, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনয়নের নয়াগাঁও গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে গ্রেফতার হওয়া আলাউদ্দিনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। যেগুলো বর্তমানে সিআইডি তদন্ত করছে। দীর্ঘ দিন ধরেই তাকে ধরার চেষ্টায় ছিল সিআইডি। গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর থেকে গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ ও ২০ ফেব্রুয়ারি সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের আলেক-জজমিয়া ও আলাউদ্দিন গ্রুপের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে হামলার ঘটনা হয়। স্থানীয় আধিপত্য বিস্তার ও প্রতিষ্ঠানের ভূমি দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময় আলাউদ্দিন গ্রুপের হাতে প্রতিপক্ষ গ্রুপ আলেকের ছেলে আলী আহমেদ, তার চাচাতো ভাই সাইদুল ও ফুপাতো ভাই সমর আলী নিহত হয়। এ সকল দ্বন্দ্বে এ পর্যন্ত মোট ৫টি মামলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থ্রি মার্ডার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ