Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফুট ওভারব্রিজ চাই

| প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

রামপুরা ব্রিজ সংলগ্ন দক্ষিণ পার্শ্বস্থ স্থানটিতে একটি ফুট ওভারব্রিজ অতীব জরুরি। স্থানটিতে চারটি রাস্তা এসে একত্র হয়েছে। প্রতিদিন হাজার হাজার পথচারী এ স্থানটিতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। কারওয়ান বাজার, এফডিসি মোড়, মগবাজার, সাতরাস্তা ও অন্যান্য স্থান থেকে চক্রাকার বাসে আগত বনশ্রী, ডেমরা, মালিবাগ, বাসাবো প্রভৃতি স্থান অভিমুখী যাত্রীরা প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন রাস্তা। তদ্রূপ ডেমরা, বনশ্রী, ত্রিমোহনী (খিলগাঁও), মেরাদিয়া ও অন্যান্য এলাকা থেকে আগত গুলশান, বনানী, কারওয়ান বাজার, মগবাজার, সাতরাস্তা প্রভৃতি স্থান অভিমুখী যাত্রীরাও একই কাজ করছেন। কখনওবা এমন দেখা যায় যে, যাত্রীরা নিজেরাই হাত উঁচিয়ে গাড়িকে সিগন্যাল দিয়ে থামিয়ে তারপর রাস্তা পার হচ্ছেন। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। প্রায়ই এখানে পথচারীরা রাস্তা পার হতে গিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হন। তাই স্থানটিতে জরুরি ভিত্তিতে একটি ফুট ওভারব্রিজ স্থাপন করার বিষয়টি বিবেচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
তুফান মাজহার খান
ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওভারব্রিজ

১ ডিসেম্বর, ২০২০
১ ফেব্রুয়ারি, ২০২০
১ আগস্ট, ২০১৯
৩০ মার্চ, ২০১৯
২১ জানুয়ারি, ২০১৯
৪ জুলাই, ২০১৮

আরও
আরও পড়ুন